Alone - Ngo / Non-profit / Charity WordPress theme

About Us.

আমার যশোর প্রতিষ্ঠাঃ ০৭ ডিসেম্বর ১৯৯৯

অনুমোদনঃ(৮) নিবন্ধন নম্বরঃ– যশোর–৮৮৪/০২, জেলা সমাজসেবা কার্যালয়, যশোর, তারিখ ২৭/০৬/২০০২ ইং। (৯)(১০) কার্যক্রম সমূহঃ(১১) বই বিতরণঃ (১২) ২১ ফেব্রæয়ারী ২০০০ ইং যশোরের বিভিন্ন বস্তিবাসী শিশুদের মধ্যে পাঠ্য ও শিক্ষামূলক গল্পের বই বিতরণ করা হয়ে আসছে। (১৪) জাতীয় দিবস উদযাপনঃ(১৫) সকল জাতীয় দিবস উদযাপন করা হয়।

(১৭) রক্তদানঃ(১৮) সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে নিয়মিত রক্তদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ছাড়া ২০১১ ইং হতে যশোর পৌর উদ্যানে বৃহৎ পরিসরে পরিসরে দিনব্যাপী রক্তদান অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে, যেখানে শহরের সকল স্তরের মানুষের সমাগত হয়।

(১৯)(২০) বৃক্ষের চারা রোপনঃ২০০০ ইং হতে প্রতিবছর শহরের সরকারী–বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তার দুধারে দেশীয় শহরের শোভা বদ্ধনকারী ফুলজ, ফলজ, ঔষধী এবং বিবিধ গাছের চারা রোপন তা রক্ষণাবেক্ষণ এবং বিতরণ করা হয়ে আসছে।

শিতাংশু শিক্ষালয়ঃপথশিশুদের জন্য শিতাংশু শিক্ষালয় নামে বস্তিবাসী শিশুদের জন্য বিনা বেতনে শিক্ষদান এবং খাবারসহ এক বছর স্কুলটি পরিচালিত হয়।

ABOUT US

যে উদ্দেশ্য নিয়ে এ দেশের আপামর জনগণ জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে,
জীবন বাজি রেখে, অসংখ্য প্রাণের বিনিময়ে পরাধীনতা থেকে এ দেশকে
মুক্ত করেছিল, সে সকল মানুষ যখন নানাভাবে উপেক্ষিত, আমজনতা তার
মৌলিক অধিকার থেকে মাঠ পর্যায়ে মাত্রাতিরিক্তভাবে বঞ্চিত, দেশের
এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী কিশোর, যুবক হওয়া সত্তে¡ও তারা জানেনা
তাদের সুনির্দিষ্ট পথ চলার দিক নির্দেশনা, আর অবহেলিত প্রাথমিক
শিক্ষা ব্যবস্থার কারণে শিশুরা দিন দন অপরিকল্পিত ভাবে বেড়ে উঠছে।
ফলে আপামর জনগণ সামাজিক এ সকল নানাবিধ সমস্যায় অনবরত
জর্জরিত থাকায় পথ চলার এসকল সমস্যা গায়ে মেখে চলতে অভস্ত্য হতে
চলেছে।

সর্বপরি দেশের নানাবিধ উন্নতির পাশাপাশি সামাজিক উদাসীনতা, যুব
সমাজের উচ্ছৃঙ্খলতা, একে অপরের প্রতি ভ্রাতৃতবোধের অভাব, দেশ
মাতৃকার প্রতি উদাসীনতা, মানুষে মানুষে বৈষম্য ও পীড়ন সৃষ্টিকারী
ধণতান্ত্রিক কোণঠাসা ব্যবস্থা সকল মানুষকে তাদের সুখের উপার্য
হিসাবে বেছে দিয়েছে। মানুষ ব্যক্তিস্বার্থে সকল কিছু বিসর্জন দিতে
ব্রতি হয়েছে। যুব সমাজ বিদেশী সাংস্কৃতির আগ্রাসনে এবং দেশীয়
সংস্কৃতি চর্চার ব্যবস্থা অপর্যাপ্ত থাকায় তাদের বিনোদনের চাহিদা
পূরণ করছে স্বদেশীয় সংস্কৃতি ভুলে বিদেশী সংস্কৃতি দ্বারা।

ফলে আমাদের স্বদেশীয় সংস্কৃতি দিনে দিনে বিলীন হওয়ার পথে। দেশে শিক্ষার
হার বাড়ালেও তা থেকে যাচ্ছে নড়বড়ে, অগোছালো, অপরিপক্ক। আর শিক্ষা
যে মানুষের মানবিক শক্তি ও গুনাবলীর অন্যতম। এ মূল তত্ত¡টি পাশ
কাটিয়ে চলেছে। আজ আমরা প্রগতিশীল ও পরিবর্তনশীল সমাজের মধ্যে
অবস্থিত। এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অধিকারী এই সমাজের
বৃহৎ এক শক্তি তরুন সমাজ। কিন্তু এই তরুণদের অনেকে সীমাবদ্ধ
লক্ষ্যের দিকে একীভূত, কারও উদ্দেশ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড়
চাকুরীজীবী, কেউ বড় ব্যবসায়ী হতে উদ্যোগী।

Give Donation

Become Volunteer

Give Scholarship

OurEvents

Neque porro quisquam est qui sit amet, consectetur, adipisci velit.