- This event has passed.
Blood Donation 14 Feb 2011
২০০৫ সাল থেকে কার্ত্তিক নামে একজন থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিয়ে আসছি, ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারীতে কার্ত্তিকের জন্য রেড ক্রিসেন্টে রক্ত দেওয়া অবস্থায় মনে হয় আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সারা বিশ্বের তরুণেরা কোন না কোন ভাবে তাদের মনের ভাব প্রকাশ বা আনন্দে মেতে আছে, তো আমরা যশোরের তরুণ-তরুণীদের নিয়ে ব্যাতিক্রমী কিছু করতে পারি কিনা । রেড ক্রিসেন্টের ব্লাড প্রোগ্রাম অর্গানাইজর গোপাল বিশ্বাসকে বললাম আজ একটা রক্তদান অনুষ্ঠানের ব্যবস্থা করা যায় কিনা । তিনি বললেন আপনি রক্তদাতা জোগাড় করতে পারলে আমরা নিতে পারবো। তৎক্ষণাত উৎসব কাম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সিদ্ধার্থ ব্যাণার্জি ও শুভ কুমার চক্রবর্তী শংকরকে বললাম ক্লাস শেষে শিক্ষার্থীরা যেন চলে না যায়, আমি আসছি। আর তখনই ডেকোরেটকে রক্তদানের খাট এবং সাউন্ড জোনের মিঠু দাদাকে বললাম পৌরপার্কের মাঠে সাউন্ড বক্স পাঠাতে আমরা সেখানে আজ রক্তদান অনুষ্ঠান করবো।এরপর রক্ত দেওয়া শেষ হলে উৎসব কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে এসে শিক্ষার্থীদের নিয়ে পৌর পার্কের মাঠে নিয়ে যায়।বৈরাগী নামেরিএকটি মেয়ে বিগত কয়েক দিন ধরে বলছিলো সে রক্ত দান করতে চায়, তাকে দিয়েই ২০১১ সালের রক্তদান আসর শুরু হয়।
সেবারের অনুষ্ঠানের আয়োজনে ছিল: উৎসব কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, সহযোগিতায়: প্রথম আলো বন্ধুসভা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল: আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, যশোর । বিশ্ব ভালোবাসা দিবসে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের ব্যাতিক্রমী এই আয়োজনে সারাদিনে সিরাজুল ইসলাম মৃধা সারাদিন অবস্থান করে অনেক সাহায্য করেন এবং অনেক তরুণ-তরুণী উচ্ছাস-উদ্দীপনার সাথে রক্তদার করেন । বিশেষ ভাবে উল্লেখ যে, কয়েকটা ছেলে রক্তদান অনুষ্ঠানের শুরু থেকেই রক্তদাতাদের পাশে ঘুরাঘুরি করছিলো, আমরা তাদেরকে কয়েকবার রক্তদিতে বললে তারা দূরে সরে যায়। রক্তদান যখন শেষ পর্যায়ে আমরা সকল কিছু গুছিয়ে নিচ্ছি হঠাৎ কয়েকট ছেলে এসে বলল তারা রক্ত দিবে, আমরা তাদেরকে বললাম সন্ধ্যা হয়েছে এখন আর সম্ভব নয়; তখন তারা নাছড় বান্দা রক্ত দিবেই, নিরুপায় হয়ে আমরা তিনটি মটরসাইকেলের হেড লাইট জ্বালীয়ে তাদের রক্ত নিতে বাধ্য হই। এভাবেই শেষ হয় ১৪ ফেব্রুয়ারীতে প্রথম বারের মত রক্তদান অনুষ্ঠান।ঐ দিন পৌর পার্কে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে “আসুন দেশকে মায়ের মতই ভালোবাসি” স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় “ভালোবাসার গল্পের আসর” । রক্তদান অনুষ্ঠানটি দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে
Details
- Date:
- February 6, 2020
- Time:
- 12:00 am - 11:59 pm
- Event Category:
- Charity