১৪ ফেব্রুয়ারী ২০১৯ সালে, “কোন অজুহাত নয়, এক ব্যাগ রক্তই পারে জীবন বাঁচাতে পারে”- এই স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবসে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ৯ম বারের মত স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান উৎসবের উদ্বোধন করেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। “১৮ তে বেড়ে ওঠা, ১৮ তে নাগরিক, ১৮ তে রক্ত দিয়ে একটি দেহে প্রাণ দিক”- এ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী চলে এই রক্তদান কর্মসূচী। স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজনে ছিল আমার যশোর, রেড ক্রিসেন্ট সোসাইটি, থ্যালাসেমিয়া ও হেমোফিলিয়া সমিতি অব বাংলাদেশ এবং উৎসব কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন ১১২ জন। সচেতন হয়ে মানবিক মূল্যবোধ থেকে রক্তদান করলে একজন মুমূর্ষু রোগী বেঁচে উঠতে পারে। তাই নিজে এবং অন্যকে রক্তদানে উদ্বুদ্ধ করতে আয়োজকদের এ আয়োজন। যশোর শহরের বিভিন্ন গুনীজনের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগীতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। “ আমাদের ভালোবাসা মানুষের জন্য প্রবাহিত হোক মহত্বের ধারায়” এমন প্রত্যয়ে যশোর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী উচ্ছাস-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি।
- This event has passed.