১৪ ফেব্রুয়ারী ২০১৫ সালে, বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার স্বাক্ষর রাখতে যশোর পৌর উদ্যানে স্বেচ্ছায় রক্তদান উৎসব এর আয়োজন করে “আমার যশোর” সংগঠন, উৎসব কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট,রেড ক্রিসেন্ট সোসিইটি, থ্যালাসেমিয়া সমিতি। “ অর্থ-সম্পদ দান করলে সমাজে সম্মান বাড়ে, রক্তদানে বাড়ে শুধু মহত্ব। আপনার দেওয়া রক্ত হতে পারে অন্যের বেচেঁ থাকার মূল চালিকা শক্তি।” এমনই স্লোগানের সাথে উচ্ছাস এবং উদ্দীপনা নিয়ে চলতে থাকে স্বেচ্ছায় রক্তদান উৎসব এর দিনব্যাপী কর্মসূচী। এই দিনব্যাপী কর্মসূচীটির উদ্বোধন করেন আদ-দ্বীন মেডিকেল কলেজের উপাধ্যাক্ষ্য শাকিল আহমেদ।এই উৎসবে স্বেচ্ছা প্রণোদিত হয়ে রক্তদান করেন মোট ১৫৮ জন। “ আমাদের ভালোবাসা মানুষের জন্য প্রবাহিত হোক মহত্বের ধারায়” এমন প্রত্যয়ে যশোর পৌর উদ্যানে দিনব্যাপী উচ্ছাস-উদ্দীপনায় উদযাপিত হয় দিনটি।“প্রত্যেক রক্তদাতায় একজন দানবীর” এমন আহবানে বিশ্বভালোবাসা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী এ কার্যক্রম উচ্ছাসের সাথে পালন করা হয়। যশোর শহরের বিভিন্ন গুনীজনের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগীতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
- This event has passed.