১৪ ফেব্রুয়ারী ২০১৬সালে, বিশ্ব ভালোবাসা দিবসে যশোর টাউনহল ময়দানে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান উৎসব। উৎসবটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। আমার যশোর, রেড ক্রিসেন্ট সোসাইটি, থ্যালাসেমিয়া ও হেমোফিলিয়া সমিতি এবং উৎসব কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট যশোরের যৌথ আয়োজনে এ রক্তদান উৎসব পালিত হয়। এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন ১১২ জন। “ মায়ের চোখের অশ্রু তার সন্তানকে বাঁচাতে পারেনা, কিন্তু আপনার দান করা এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি সম্ভাবনাময় জীবন,”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ষ্ঠ বারের মত অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান উৎসব। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রথমার্ধে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা শীর্ষক রচনা প্রতিযোগীতা এবং “রোগী ও রক্তদান” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উৎসবের ২য় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
- This event has passed.